রনবীর ও দীপিকার সংসার একেবারে পারফেক্ট। দীপিকার সঙ্গে রণবীরের নেই কোনও অশান্তি।

prasenjit
1 Min Read

রনবীর ও দীপিকার সংসার একেবারে পারফেক্ট। দীপিকার সঙ্গে রণবীরের নেই কোনও অশান্তি। হবু সন্তানের অপেক্ষায় দুজনেই এখন দিন গুণছে। এমনকী, শুটিং থেকে বিরতি নিয়ে একান্ত সময়ও কাটাচ্ছেন তাঁরা। এই সবই যেন বলে দিলে রণবীরের হাতের হিরের আংটি! সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে নিজেদের বিয়ের ছবি মুছে ফেলেছেন রণবীর ও দীপিকা। আর তার পর থেকেই বলিউডে গুঞ্জন, দীপিকা আর রণবীর নাকি বিয়ে ভাঙতে চলেছেন। সেই গুঞ্জনকেই এবার উড়িয়ে দিলেন রণবীর। মুম্বইয়ে এক পার্টিতে দীপিকার দেওয়া আংটি দেখিয়ে পাপারাজ্জিদের স্পষ্ট বলে দিলেন, তাঁদের সংসার একেবারে সুখের! বিয়ের সমস্ত ছবি সরানোর পর এই প্রথম কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানে দেখা গেল অভিনেতাকে। গত মঙ্গলবার আন্তর্জাতিক গয়না প্রস্তুতকারক ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোংয়ের নতুন শোরুম উদ্বোধনে এসেছিলেন রণবীর সিং। পরনে ধবধবে সাদা স্যাটিন ম্যাটেরিয়ালের পোশাক। চোখে অ্যাভিয়েটর। তবে অভিনেতার সাজপোশাকে নজর কাড়ল তাঁর হিরের হার। অনুষ্ঠানে প্রবেশ করেই পাপারাজ্জিদের উদ্দেশে হাত নাড়তে দেখা গেল রণবীরকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *