দুই হাজার তেইশ সালেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অভিনেতা অক্ষয় কুমার । ঘুচেছে ‘কানাডিয়ান কুমারের’ তকমা! আর পঞ্চম দফায় জীবনের প্রথম ভোট দিলেন অভিনেতা। সোমবার সাত সকালে ঘুম থেকে উঠেই একেবারে খাকি পোশাকে বুথে পৌঁছে গিয়েছিলেন অক্ষয়। শুধু তাই নয়, একেবারে আমজনতার মতই পাঁচ-ছয়শো লোকের ভিড়ে বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল খিলাড়ি কুমারকে। তবে ভোট দিয়েই ছুটলেন বিমান বন্দরে। সঙ্গে ছিলেন শাশুড়ি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। তা কোথায় গেলেন অক্ষয়? বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ডিম্পলকে সঙ্গে নিয়ে লন্ডনে উড়ে গিয়েছেন অক্ষয়। লন্ডনে পড়াশুনো করছে অক্ষয় ও টুইঙ্কলের ছেলে আরাভ। ছেলের সঙ্গে নাকি দেখা করতে বিদেশে পাড়ি দিয়েছেন ‘খিলাড়ি কুমার’।কয়েকদিন ধরে জলি এলএলবি ২ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অক্ষয়। সেই ছবি সম্প্রতি ভাইরালও হয়েছিল সোশাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে আজমেঢ়ের চরম গরমে রোদে একটানা বসে রয়েছেন অক্ষয়। জানা গিয়েছে, শুটিংয়ের আগে আজমেঢ়ের গরমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্যই নাকি সান বাথ নিচ্ছিলেন অক্ষয়।
দুই হাজার তেইশ সালেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অভিনেতা অক্ষয় কুমার । ঘুচেছে ‘কানাডিয়ান কুমারের’ তকমা

Leave a Comment