রণবীর কাপুর হোক বা আলিয়া ভাট, দুজনেই বর্তমানে কাজে বেজায় ব্যস্ত। কাপুরনন্দন যেখানে ‘রামায়ণ’-এর শুটিংয়ে মন দিয়েছেন, সেখানে অভিনেত্রী শুটিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক ময়দানের কাজেও ছুটছেন দিন কয়েকের ব্যবধানে। আর সেই ব্যস্ত শিডিউলের মাঝেই ঘনঘন মুম্বইয়ের বান্দ্রায় নতুন বাংলোর কাজ দেখতে যাচ্ছেন রণবীর-আলিয়া। শুক্রবারও গিয়েছিলেন। আর সেই সুযোগেই পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করে ফেললেন তারকা দম্পতিকে।সেই ভিডিওতে রণবীর-আলিয়াকে তাঁদের বিলাসবহুল বহুতল বিল্ডিংয়ে প্রবেশ করতে দেখা যায়। বাড়ি থেকে ক্যাজুয়াল পোশাকেই বেরিয়েছিলেন তাঁরা। কতদূর কাজ এগিয়েছে, সেটা খতিয়ে দেখতেই এদিন সেখানে গিয়েছিলেন তাঁরা। কারণ হাতে সময় বেশি নেই। এই দীপাবলীতেই ২৫০ কোটির তাক লাগানো বাংলোয় গৃহপ্রবেশ হবে রণবীর-আলিয়ার। বলিউড মাধ্যম সূত্রে অন্তত এমন খবরই পাওয়া যাচ্ছে। বাংলোয় বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলছে। আপাতত রণবীর-আলিয়া এবং নীতুর সংসার আলাদা। দুই ফ্ল্যাটে থাকেন তাঁরা। তবে নতুন কাপুর ম্যানশন তৈরি হলে নাকি শাশুড়িকে নিয়ে একছাদের তলাতেই থাকতে চলেছেন আলিয়া। সেখানেই এবারের দিওয়ালি উদযাপন করবেন ‘কাপুর খানদান’, বলে খবর।
রণবীর কাপুর হোক বা আলিয়া ভাট, দুজনেই বর্তমানে কাজে বেজায় ব্যস্ত।

Leave a Comment