অতি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির। তাঁর সম্মানে মঙ্গলবার ভারতজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভারত ব্যাপী যে ভবনগুলিতে সাধারণত জাতীয় পতাকা ওড়ে, সেই সব ভবনের মাথায় জাতীয় পতাকাগুলি অর্ধনমিত অবস্থায় থাকবে। রাষ্ট্রীয় শোক চলাকালীন কোনও সরকারি বিনোদনও সম্প্রচারিত হবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, “প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে, ২১মে মঙ্গলবার সারা ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে, সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শোকের দিনে, ভারত জুড়ে সমস্ত ভবনগুলিতে যেখানে যেখানে নিয়মিত জাতীয় পতাকা ওড়ে, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সেদিন কোনও সরকারি বিনোদন থাকবে না।”সোমবার বিকেলে, আজারবাইজান-ইরান সীমান্তবর্তী এলাকায় এক পার্বত্য অঞ্চলে ভেঙে পড়েছিল ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টার। তারপর বেশ কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান অভিযান চলে। প্রতিবেশি দেশ তুরস্কের পক্ষ থেকে অনুসন্ধানে সহায়তার জন্য ড্রোন পাঠানো হয়েছিল। ভারী বৃষ্টির মধ্য কয়েক ঘণ্টা ধরে ব্যাপক অনুসন্ধানের পর, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। সোমবার সকালে ইরানের সরকারি সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট রাইসি, সেই দেশের বিদেশ মন্ত্রী হোসেন আব্দুল্লাহিয়ান এবং আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্তার মৃত্যুর খবর জানানো হয়। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
অতি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির।

Leave a Comment