লোকসভা নির্বাচনের আবহে এবার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আজমগড়ে এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, “ভোটের প্রচারে ‘ইন্ডি’ জোটের নেতারা বলছেন, তাঁরা সিএএ বাতিল করবেন। কিন্তু সে ক্ষমতা কারও হবে না। সভা থেকে জনতাকে প্রধানমন্ত্রীর প্রশ্ন, “দেশে এমন কোনও মাই কা লাল জন্মেছে যে সিএএ বাতিল করতে পারে?” তাৎপর্যপূর্ণভাবে, আজমগড় সংখ্যালঘু অধ্যুষিত জেলা। পাশাপাশি, কংগ্রেস এবং সমাজবাদী পার্টির বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে মোদি বলেন যে, তারা দেশের বাজেটকে ভাগ করতে চায় এবং সংখ্যালঘুদের জন্য ১৫ শতাংশ বরাদ্দ করতে চায়।মোদি এদিন বলেন, “সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মতো দলগুলি সিএএ ইস্যুতে মিথ্যা ছড়াচ্ছে তারা উত্তরপ্রদেশ-সহ সারা দেশ দাঙ্গায় জ্বালিয়ে দেওয়ার সাধ্যমতো চেষ্টা করেছিল। আজও এই ইন্ডিয়া জোটের লোকেরা বলে যে মোদি সিএএ এনেছেন এবং যেদিন তিনি যাবেন, সিএএ-ও সরিয়ে দেওয়া হবে।
লোকসভা নির্বাচনের আবহে এবার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Comment