ফের মৃতদেহ উদ্ধার হল। বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর সেন্ট্রাল রোডস্থিত মৎস্য দপ্তরের দীঘি থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম পাপ্পু দাস। বয়স ৪৫ বছর। এদিন দুপুরে স্থানীয়রা দীঘিতে একটি মৃতদেহ ভাসতে দেখে খবর দেয় স্থানীয় দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। কিন্তু দমকল কর্মীরা জলে মৃতদেহ ভাসতে দেখে প্রথমে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত ব্যক্তির পরিবারের লোকজন থেকে জানা যায়, বুধবার রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে ছিলেন তিনি। তারপর সকাল থেকে কোন খোঁজ পাওয়া যায়নি। দুপুরে নাগাদ মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তি ধর্মনগর শিববাড়ির বিদ্যুৎ কর্মী ছিলেন।
ফের মৃতদেহ উদ্ধার হল। বৃহস্পতিবার দুপুরে ধর্মনগর সেন্ট্রাল রোডে

Leave a Comment