পুলিশি হেফাজতেই আত্মঘাতী সলমন খানের ‘গ্যালাক্সি’তে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত অনুজ থাপান। গত পয়লা মে অভিযুক্ত কারাগারের মধ্যেই আত্মহত্যা করেছে, বলে জানিয়েছিল মুম্বই পুলিশ। সংশ্লিষ্ট ঘটনায় মৃতের মা পালটা আদালতে পিটিশন দাখিল করেছিলেন সিবিআই তদন্ত চেয়ে। তার ভিত্তিতেই এবার সলমন বম্বে হাই কোর্টের কাছে আবেদন জানিয়েছেন, ওই পিটিশন থেকে যেন তাঁর নাম সরিয়ে নেওয়া হয়। গত ২২ মে বুধবার বম্বে উচ্চ আদালতের কাছে অনুজ থাপনের মায়ের দাখিল করা পিটিশন থেকে নিজের নাম তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন বলিউড সুপারস্টার। যে পিটিশনে, মৃতের মা জেলের ভিতর ছেলের রহস্যজনক মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। এপ্রসঙ্গে সলমনের তরফে সিনিয়র কাউন্সেল আবাদ পোন্ডা আদালতের কাছে জানিয়েছেন, “অভিনেতা নিজেই এখানে হামলার শিকার। কেউ সলমনের বাড়িতে হামলা চালিয়েছিল। সলমন নিজেও জানেন না, এই ঘটনার নেপথ্যে ঠিক কারা রয়েছে? আর কাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই ওই পিটিশনের সঙ্গে সলমন খানের নাম জুড়লে ভুল বার্তা দেওয়া হবে। ওঁর মানহানিও হবে।”
পুলিশি হেফাজতেই আত্মঘাতী সলমন খানের
Date: