কয়েক বছর ধরেই দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তবে এই প্রেমকে গোপনেই রেখেছিলেন তিনি। নতুন খবর হল, বুধবার তেলেঙ্গানার এক মন্দিরে গোপনে সিদ্ধার্থের গলায় মালা দিলেন ‘জুবিলি’ অভিনেত্রী। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দুজনের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলেন অদিতি ও সিদ্ধার্থের এই বিয়েতে।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অদিতি ও সিদ্ধার্থের বিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীরঙ্গনায়কাস্বামী মন্দিরে। প্রসঙ্গত,অদিতি ও সিদ্ধার্থ দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে সত্যদীপ মিশ্রার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অদিতি। অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু সে সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৯ সালে ভেঙে যায় সেই বিয়ে। তার পর থেকেই অদিতি রাও হায়দারির সঙ্গে প্রেমের শুরু সিদ্ধার্থর। এমনকী, গুঞ্জনকে পাত্তা না দিয়ে একসঙ্গে সোশাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন সিদ্ধার্থ। তবে অদিতির সঙ্গে প্রেম নিয়ে কখনও মুখ খোলেননি তিনি।
বুধবার তেলেঙ্গানার এক মন্দিরে গোপনে সিদ্ধার্থের গলায় মালা দিলেন ‘জুবিলি’ অভিনেত্রী।

Leave a Comment