শুক্রবার রাতে কমলপুর মহকুমার দূর্গা চৌমুহনি নাকা পয়েন্টে প্রায় আড়াই কোটি টাকা মুল্যের ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে আটক করে পুলিশ। এদিন গভীর রাতে কমলপুর থানাধীন দূর্গা চৌমুহনি নাকা পয়েন্টে আড়াই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃতরা হল- লিটন মিয়া,সমিনুল ইসলাম ও জাহির হুসেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এস ডি পি ও সমুদ্র দেব্বর্মা, ও সি সঞ্জয় লস্কর ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা ডি সি এম অমৃত চাকমা। তারা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯১. ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এর সাথে জড়িত লিটন মিয়া, সমিনুল ইসলাম ও জাহির হুসেন নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।শনিবার এদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয় বলে পুলিশ জানিয়েছে।