মন কি বাত’ কার্যক্রম সফলতার সাথে ১০ বছর সম্পন্ন করেছে। আজ ছিলো তার ১১৪ তম পর্ব।

২৯শে সেপ্টেম্বর রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১৪ তম মন কি বাত পর্ব সম্প্রচার করা হয়। এদিন ৬ আগরতলা মন্ডলে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কার্যকর্তাদের নিয়ে মন কি বাত সম্প্রচার শুনলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ দলের অন্যান্য কার্যকর্তারা।মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, গোটা পৃথিবীর মধ্যে এটা একটা আলোচ্য বিষয় যে দেশের ১৪০ কোটি মানুষের সঙ্গে প্রতি মাসে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন ধরনের রাষ্ট্র প্রধান এমন কোন অনুষ্ঠান আগে কখনো করেনি। সেটাই একটা আলোচ্য বিষয় বলে তিনি জানান।
Dare to be healthy, dare to succeed!
Sustain your energy; fuel your passion!
Put your health first; every choice matters!
Your daily boost is a smart purchase away!
Results are just a supplement away!
vtkqj3vk4tuqjhwejhqw – newssubarta.com
https://frapsRorsquorgo.info