Cyclone Dana in Odisha
ওড়িশা, পশ্চিমবঙ্গ ছাড়া আরও পাঁচ রাজ্যে ঘূর্ণিঝড় ‘দানা’র সতর্কতা জারি, কতটা প্রভাব পড়বে?
Contents
Cyclone Dana in Odishaওড়িশা, পশ্চিমবঙ্গ ছাড়া আরও পাঁচ রাজ্যে ঘূর্ণিঝড় ‘দানা’র সতর্কতা জারি, কতটা প্রভাব পড়বে?আগাম পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাব শুরু হয়ে গেছে দেশের ওড়িশ্যা রাজ্যে।আগাম পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাব শুরু হয়ে গেছে দেশের ওড়িশ্যা রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে ঝড়। তার আগে এর প্রভাবে এদিন সকাল থেকেই ওডিশার উপকূল এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত। এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে ভিতর কণিকা থেকে ধামরার মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড় দানা। ২৩শে অক্টোবর তথা বুধবার মধ্যরাতের পর থেকেই ধামরায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তার সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। পরিস্থিতি সামলাতে ধামরা বন্দর থেকে কর্মীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ধামরার সমুদ্র সৈকতে মাইকিং করে সতর্কতামূলক প্রচার করছে প্রশাসন। স্থানীয়দের এলাকা থেকে সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে। বন্দরে বেঁধে রাখা হয়েছে বিভিন্ন মাছ ধরার নৌকা। এখন সমুদ্রে যাচ্ছে না কোনও নৌকা। তীব্র বেগে হাওয়া বইতে শুরু করেছে এখানে। উড়ে যাচ্ছে ত্রিপল। সৈকতের সামনে থেকে সব দোকান সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘূর্ণিঝ়রের কারনে আতঙ্কিত রাজ্যবাসী l
আগাম পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাব শুরু হয়ে গেছে দেশের ওড়িশ্যা রাজ্যে।
- Published by: Gopa Posted:October 23, 2024
আগাম পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাব শুরু হয়ে গেছে দেশের ওড়িশ্যা রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে ঝড়। তার আগে এর প্রভাবে এদিন সকাল থেকেই ওডিশার উপকূল এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত। এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে ভিতর কণিকা থেকে ধামরার মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড় দানা। ২৩শে অক্টোবর তথা বুধবার মধ্যরাতের পর থেকেই ধামরায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তার সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। পরিস্থিতি সামলাতে ধামরা বন্দর থেকে কর্মীদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ধামরার সমুদ্র সৈকতে মাইকিং করে সতর্কতামূলক প্রচার করছে প্রশাসন। স্থানীয়দের এলাকা থেকে সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে। বন্দরে বেঁধে রাখা হয়েছে বিভিন্ন মাছ ধরার নৌকা। এখন সমুদ্রে যাচ্ছে না কোনও নৌকা। তীব্র বেগে হাওয়া বইতে শুরু করেছে এখানে। উড়ে যাচ্ছে ত্রিপল। সৈকতের সামনে থেকে সব দোকান সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘূর্ণিঝ়রের কারনে আতঙ্কিত রাজ্যবাসী l