গত বছর ওয়ান ডে বিশ্বকাপ অবধি চুক্তি ছিল। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে এরপরই সরে যেতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুবই অল্প সময় থাকায় দ্রাবিড়কেই কোচ হিসেবে রেখে দেওয়া হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই চুক্তিও শেষ হয়ে যাচ্ছে। জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বোর্ড। রাহুল দ্রাবিড়ও পুনরায় আবেদন করতে পারবেন। কিন্তু বিজ্ঞাপন নিয়ে চলছে মজার ঘটনাও! ভারতের পরবর্তী কোচ কে হবেন, এই নিয়ে নানা জল্পনা। রাহুল দ্রাবিড় আর আবেদন করবেন না, এমনটাই খবর। বিকল্প হিসেবে উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের নাম। নেতৃত্বের ক্ষেত্রে যেমন ভিন্ন ফরম্যাটে ভিন্ন কাউকে বেছে নেওয়া হয়, কোচের ক্ষেত্রেও এমন হবে কিনা, নিশ্চিত নয়। ভারতীয়দের মধ্যে কোচের দৌড়ে উঠে আসছে আশিস নেহরা, গৌতম গম্ভীরের নামও।