মঙ্গলবার সকালে এক চা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আসামের বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা বাগানের সলগই ডিভিশন সংলগ্ন এগার নং লাইন এলাকায়। মৃতের নাম ভৃগু গোঁড়, তার ৫০ বছর । বাড়ি স্থানীয় এগার নং লাইনে।তার স্ত্রী সহ এক কন্যা এক পুত্র সন্তান রয়েছে।চাঞ্চল্যকর এক কান্ড সম্পর্কে স্থানীয়রা সহ মৃতের স্ত্রী জানান, ভৃগু সোমবার রাত থেকে বাড়ি থেকে নিখোজ ছিলেন।মঙ্গলবার সকালে তাকে গলায় গামছা জড়িয়ে বাড়ির পাশ্ববর্তি চা বাগানের সেকশনের একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়।পরনে ছিল হাফ প্যান্ট ও ফুলশার্ট।পরে বিষয়টি জানাজানি হলে অকুস্থলে ভিড় জমান কাতারে কাতারে লোক।স্থানীয়দের সন্দেহ ভৃগুকে কে বা কারা পরিকল্পিত ভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। কেননা মৃতের পা ছিল মাটির সাথে সংযুক্ত। ঘটনার তদন্ত করছে পুলিশ l