বলা যায় টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার
বলা যায় টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার l বিসিসিআই থেকে ভবিষ্যতে টেস্টের জন্য যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, তাতে নেই হিটম্যান। আর বিরাট কোহলি? শোনা যাচ্ছে, কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে পারেন বোর্ডের নির্বাচকরা।বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে আছে। পারথে প্রথম টেস্টে জিতলেও তারপর আর সাফল্য আসেনি। আর সেই তিনটে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। ব্যাটে রান নেই, নেতৃত্বও দিশেহারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের আশাও নেই বললেই চলে। এই পরিস্থিতিতে টেস্টে রোহিতকে ছাড়াই এগোতে চায় বিসিসিআই। সূত্রের খবর, হিটম্যানকে সেই খবর জানিয়েও দেওয়া হয়েছে।