কয়েক দিন আগেই মালয়েশিয়া ওপেন মাস্টার্সের ফাইনালে হেরেছেন পিভি সিন্ধু। দুবছরে প্রথম ট্রফিজয়ের স্বপ্ন হাতছাড়া হয়েছিল। এবার তিনি হারলেন সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় রাউন্ডেই। বিপক্ষে ছিলেন তাঁর বহু পুরনো প্রতিদ্বন্দ্বী ক্যারোলিনা মারিন।এই নিয়ে টানা ৬বার মারিনের কাছে হারলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। বৃহস্পতিবার প্রথম রাউন্ডে এগিয়ে থেকেও প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি। প্রথম সেটের ফল ছিল ২১-১৩। কিন্তু পর পর দুসেটে ১১-২১, ২০-২২ স্কোরে হেরে ম্যাচ থেকেও হারিয়ে গেলেন তিনি। অলিম্পিকের আগে সিন্ধুর এই ফল নিশ্চিতভাবেই চিন্তায় রাখবে দেশের ক্রীড়াপ্রেমীদের।মারিনের কাছে শেষ ১৭ সাক্ষাতের মধ্যে ১২ বারই হেরেছেন সিন্ধু। রিও অলিম্পিকেও তাঁর কাছেই হার মেনেছিলেন দুবার অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা। যদিও প্যারিসের মেগা ইভেন্টের আগে ইতিবাচক চিন্তাভাবনাই রাখছেন সিন্ধু। ম্যাচ শেষে তিনি বলেন, “সব দিক থেকে এটা ভালো ম্যাচ ছিল। তবে তৃতীয় সেটে আমি যেদিকে খেলেছি, সেটা আমার বিপক্ষে গিয়েছে।
মালয়েশিয়া ওপেন মাস্টার্সের ফাইনালে হেরেছেন পিভি সিন্ধু।

Leave a Comment