শনিবার ছিল মহা অষ্টমী। এই পূর্ণ তিথিতে রাজধানীর আনন্দময়ী আশ্রমে বাসন্তি পূজা সহ কুমারী পূজার আয়োজন করা হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: শনিবার ছিল মহা অষ্টমী। এই পূর্ণ তিথিতে রাজধানীর আনন্দময়ী আশ্রমে বাসন্তি পূজা সহ কুমারী পূজার আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই শুরু হয় পুজার্চনা। এক কুমারীকে এদিন মাতৃ রুপে পূজা করা হয়।এদিন কুমারী পুজা দেখতে দুর-দুরান্ত থেকে ভক্তেরা আসেন আশ্রমে। শ্রদ্ধাভরে এদিন কুমারী মা’কে পুজো করা হয়। এবিষয়ে আশ্রমের পুরোহিত জানান, ১৯০২ খ্রীষ্টাব্দে বেলুরমঠে স্বামী বিবেকানন্দ শারদীয়া অষ্টমীতে কুমারী পুজার সূচনা করেছিলেন। সেই থেকে কুমারী পুজো হয়ে আসছে বলে তিনি জানান।