ভারতের পর এবার পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয় । শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ পাকিস্তান।

News Subarta
A woman walks past destroyed buildings in Mandalay on April 1, 2025, four days after a major earthquake struck central Myanmar. Days after a shallow 7.7-magnitude earthquake that killed more than 2,000 people, many people in Myanmar are still sleeping outdoors, either unable to return to ruined homes or afraid of further aftershocks. (Photo by AFP)

ভারতের পর এবার পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয় । শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ পাকিস্তান।

 নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক:    ভারতের পর এবার পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয় । শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ পাকিস্তান। এদিন দুপুর ১টা নাগাদ ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় প্রতিবেশী দেশে। পাকিস্তানের পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয় ভারতের জম্মু ও কাশ্মীরে। জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। এদিকে, এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩.৬৩ ডিগ্রি নর্থ ল্যাটিটিউড এবং ৭২.৪৬ ইস্ট লঙ্গিটিউডে। মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পাকিস্তান-সহ জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ উপত্যকায় ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে সকলে l

Share This Article
আমাদের সম্পর্কে সুবার্তা যাত্রা শুরু করেছিল ১২ জানুয়ারি, ২০২০। নিউজ সুবার্তার আত্মপ্রকাশ ঘটেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিন। কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই সুবার্তা পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের উচ্চ সমাজের বেশির ভাগ মানুষ ইংরেজি সংবাদপত্র না-পড়ে একটি আঞ্চলিক ভাষার খবরের কাগজ পড়েন, এ-ঘটনা সত্যিই অভিনব। আর কোনও নগরে আমরা এমন ঘটনা দেখতে পাই না। Newssubarta.com বাংলা ভাষায় ত্রিপুরার এক নম্বর নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক গড় পাঠক কয়েক লক্ষ্য । সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় নিউজ সুবার্তা অনলাইন পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও সুবার্তা রয়েছে। ফেসবুক পেজে নজর রাখেন কয়েক লক্ষ নেটাগরিক। টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন কয়েক হাজার মানুষ। এই সংখ্যাও প্রতিদিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। EDITOR IN CHIEF Prasenjit Debnath Agartala Tripura, India 09436580834
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *