ভারতের পর এবার পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয় । শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ পাকিস্তান।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের পর এবার পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয় । শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ পাকিস্তান। এদিন দুপুর ১টা নাগাদ ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় প্রতিবেশী দেশে। পাকিস্তানের পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয় ভারতের জম্মু ও কাশ্মীরে। জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। এদিকে, এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩.৬৩ ডিগ্রি নর্থ ল্যাটিটিউড এবং ৭২.৪৬ ইস্ট লঙ্গিটিউডে। মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পাকিস্তান-সহ জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ উপত্যকায় ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে সকলে l