রবিবার দুপুরে কৈলাসহরের আন্তর্জাতিক ভারত বাংলাদেশের সীমান্তে প্রহরত এক বি.এস.এফ জওয়ান এর উপর আচমকা আক্রমণ করে বাংলাদেশী লোকেরা। তখন আক্রমণ এর শিকার হওয়া ওই বি.এস.এফ জওয়ানকে রক্ষা করতে গিয়ে অপর বি.এস.এফ জওয়ানরা ঘটনাস্থলে গুলি চালালে নিহত হয় বাংলাদেশী এক যুবক l ঘটনায় আহত হয় এক বি.এস. এফ জওয়ান। ঘটনা কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। নিহত বাংলাদেশী যুবকের মৃতদেহ এবং গুরুতর আহত এক বি.এস.এফ জওয়ান বর্তমানে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে রয়েছে। এই ঘটনায় ওই গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে।