রাজ্যের পর্যটন ক্ষেত্রে উন্নয়নের নতুন পালক।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 01 July.রাজ্যের পর্যটন ক্ষেত্রে উন্নয়নের নতুন পালক। রাজ্যের উদয়পুর মহকুমার বনদোয়ারে রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে ৯৭ দশমিক ৭০ কোটি টাকা ব্যয় করে নির্মিত হবে ৫১ শক্তিপীঠের অবিকল প্রতিরূপ।মন্দির নগরী উদয়পুরে আগামী ১০ই জুলাই এই প্রকল্পের ভূমি পূজন অনুষ্টানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ আরও অনেকে। মঙ্গলবার রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বনদোয়ার এলাকায় যান এবং এলাকাটি পরিদর্শন করেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন গোমতী জেলার জেলা শাসক, পর্যটন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শন কালে মন্ত্রী জেলা শাসক সহ দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন।