এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের তরফে নির্বাচনের গুরু দায়িত্ব গেল সাংসদ বিপ্লব কুমার দেবের কাধেই।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 24th Sept. 2025: এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের তরফে নির্বাচনের গুরু দায়িত্ব গেল সাংসদ বিপ্লব কুমার দেবের কাধেই। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁকে সহ-প্রভারী হিসেবে দায়িত্ব দিয়েছে দল। প্রভারীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সাংগঠনিক দক্ষতা এবং নির্বাচনী অভিজ্ঞতার ভিত্তিতেই বিপ্লব দেবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছে দেশের রাজনৈতিক মহল। এর আগে হরিয়ানা, উড়িষ্যা, দিল্লিতে সাংসদ বিপ্লব দেবের সক্রিয় ভূমিকা ও কাজের সাফল্য দলের অন্দরে প্রশংসিত হয়েছিল। পশ্চিমবঙ্গেও একইভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের শক্তি বৃদ্ধি করবেন এমনটাই আশা করা হচ্ছে l
