মঙ্গলবার দুপুরে ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাম রিসর্টে জঙ্গি হামলার জেরে, দুদিনের সৌদি আরব সফর কাটছাঁট করে বুধবার দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দুপুরে ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাম রিসর্টে জঙ্গি হামলার জেরে, দুদিনের সৌদি আরব সফর কাটছাঁট করে বুধবার দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভোরে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সূত্রের খবর, সেখানেই প্রাথমিক একটি বৈঠক করেন নরেন্দ্র মোদি। কাশ্মীরের পহেলগাম হামলায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে জানা গেছে। তবে প্রকাশিত তালিকা অনুযায়ী মৃতের সংখ্যা ১৬। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পহেলগামে রীতিমত ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের।এদিকে, স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে সেখানে। পুলওয়ামার পর এটাই দেশে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা।এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।