দীর্ঘ সময় রোগ ভোগের পর শুক্রবার বেঙ্গালুরুর নিজ বাসভবনে প্রয়াত হন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন।
সকাল ১০টা ৪৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সময় রোগ ভোগের পর শুক্রবার বেঙ্গালুরুর নিজ বাসভবনে প্রয়াত হন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন। এদিন সকাল ১০টা ৪৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। তার আগে এদিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য প্রয়াত বিজ্ঞানীর মরদেহ শায়িত থাকবে রমন রিসার্চ ইনস্টিটিউটে। দীর্ঘ সময় ধরে তিনি ইসরোর চেয়ারম্যান পদে ছিলেন। প্রায় দশ বছর দায়িত্ব সামলানোর পর ২০০৩ সালের ২৭শে আগস্ট তিনি অবসর নেন। মহাকাশ গবেষণায় তাঁর সামগ্রিক অবদানের জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন প্রবীণ এই বিজ্ঞানী। উনার মৃত্যুতে শোকাহত গোটা ইসরো মহল