সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়l বধূ নির্যাতনের মিথ্যা অভিযোগের বিপরীতে শতাধিক প্রকৃত গার্হস্থ্য নিষ্ঠুরতার মামলাও আছে। এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়l বধূ নির্যাতনের মিথ্যা অভিযোগের বিপরীতে শতাধিক প্রকৃত গার্হস্থ্য নিষ্ঠুরতার মামলাও আছে। এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। ভারতীয় ফৌজদারি আইনের ৪৯৮-ক ধারা এবং ২০২৩ সালের ভারতীয় ন্যায় সংহিতার ৮৪ ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানাল, এই আইনি ব্যবস্থার কিছু অপব্যবহারের জন্য তা সম্পূর্ণ বাতিল করা যায় না। এই আইনের অপব্যবহারের দিক সম্পর্কে আদালত সম্পূর্ণ ওয়াকিবহাল। তার মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, প্রতিটি মিথ্যা অভিযোগের বিপরীতে এমন শতাধিক ঘটনা ঘটছে, যেখানে ওই ধারার কারণে ক্ষতিগ্রস্ত বিচার ও সুরক্ষা পাচ্ছেন। আবার অনেকে ছাড়াও পেয়ে যাচ্ছেন l