কাশ্মিরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে অনুষ্ঠিত হয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক।
“বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: অতি সম্প্রতি কাশ্মিরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে অনুষ্ঠিত হয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রসঙ্গত, ২২শে এপ্রিলের জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন নিহত হন। এরপর থেকেই দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিতে এদিনের বৈঠক সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যেই অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বাসভবনে গত কয়েক দিনের মধ্যে এনিয়ে দ্বিতীয়বারের মত নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।