কুখ্যাত ডাকাত গ্রেফতার হল lসম্প্রতি চোর পুলিশের অঘোষিত প্রতিযোগিতায় জমে উঠেছে উত্তর ত্রিপুরা জেলা। পুলিশ এখন ব্যস্ত চোর ডাকাত ধরতে।তার জন্য জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অফিসারদের রেখে গড়ে তুলা হয়েছে কনস্টেবল ও এসপিওদের নিয়ে সাদা পোশাকের এক বিশেষ দল।যে দল সাদা পোশাকে ঘুরে বেড়ায় চোর ডাকাত ধরতে। আবার বিভিন্ন থানার ওসিরাও এখন চোরের পেছনে ভাগছেন। এযেন চোর পুলিশের অঘোষিত প্রতিযোগিতা চলছে।
এদিকে চুরাইবাড়ি থানার ওসি তথা অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সমরেশ দাসের বক্তব্য অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে চুরাইবাড়ি থানা এলাকার নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনের সহযোগী নুর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।সে নাকি মার্চ মাসের লক্ষীনগর এলাকার ডাকাতি কান্ডে জড়িত ছিল। যদিও ধৃতের কাছ থেকে কোন কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ।ধৃতকে বুধবার পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয় বলে জানা গেছে l
কুখ্যাত ডাকাত গ্রেফতার হল lসম্প্রতি চোর পুলিশের অঘোষিত প্রতিযোগিতায় জমে উঠেছে উত্তর ত্রিপুরা জেলা। পুলিশ এখন ব্যস্ত চোর ডাকাত ধরতে।

Leave a Comment