প্রতি বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়া শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে দোল পূর্নিমাকে কেন্দ্র করে নানা সামাজিক কর্মকান্ড হাতে নিয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচীতে আশ্রমের ভক্তদের সাথে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আশ্রমের ভক্তদের মধ্যে উৎসাহ ছিল লক্ষনিয়। এদিনই রক্তদান শিবির ছাড়াও হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টিও বিতরণ করা হয়। উল্লেখ্য , প্রত্যেক বছরই দোল পুর্ণিমার সময় আশ্রমে উৎসব অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মসুচি করা হয়।