গুজরাটের আহমেদাবাদ বিমান বন্দরের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 13 Jun.গুজরাটের আহমেদাবাদ বিমান বন্দরের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি কেন্দ্র সরকারের কাছে বিমান দূর্ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমান বন্দর লাগোয়া জে বি মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে ওই বিমানটি ভেঙে পড়ে। তাতে বিমান কর্মী সহ মোট ২৪১ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র একজন যাত্রী জিবিত অবস্থায় ফিরেছেন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বিমান দুর্ঘটনা সম্পর্কে বলেন, আহমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক। কেন্দ্র সরকারের নিকট নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, যারা আহত হয়েছেন তাঁদের চিকিৎসা পরিষেবা সহ সমস্ত সুযোগ সুবিধায় আর্থিক সহায়তার জন্যও আবেদন জানান তিনি।