রাজ্যের ধলাই জেলার ডুম্বুর জলাধারে একটি বৃহৎ পরিসরের পানীয় জল শোধন কেন্দ্র নির্মাণ নিয়ে পানীয় জল এবং স্যানিটেশন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করা হবে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যের ধলাই জেলার ডুম্বুর জলাধারে একটি বৃহৎ পরিসরের পানীয় জল শোধন কেন্দ্র নির্মাণ নিয়ে পানীয় জল এবং স্যানিটেশন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করা হবে। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনের চর্তুথ দিনে বিজেপি বিধায়ক রঞ্জিত দাস প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এদিন তিনি এর জবাবে বলেন, জল বিভাগের পরিকল্পনা অনুযায়ী, ডুম্বুরনগর ব্লকের রানীরপুকুর গ্রাম পঞ্চায়েতের অধীন সাদায়ানন্দ পাড়ায় এবং নাইক্কাছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন প্রভুরামে দুটি উদ্ভাবনী প্রকল্প স্থাপন করা হয়েছে।