তেসরা জুলাই বৃহস্পতিবার থেকে সূচনা হল সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার।
এদিন পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে সাতদিন ব্যাপী খার্চি পূজা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 04 July.তেসরা জুলাই বৃহস্পতিবার থেকে সূচনা হল সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার। এদিন পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে সাতদিন ব্যাপী খার্চি পূজা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী , বিধায়িকা স্বপ্না দেব্বর্মা ও বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমরা প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকি। কবে খারচি মেলার সূচনা হবে। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন এই মেলায়। শুধু রাজ্য নয় বহি রাজ্য থেকেও লোকজন আসেন এখানে। এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর লোকজন আসেন এই মেলায়। বিগত কয়েক বছর ধরে তারা এখানে আসছেন। চতুর্দশ দেবতা হল ত্রিপুরা রাজ পরিবারের কূল দেবতা। তার ইতিহাস প্রায় অনেকেই জানেন বলে তিনি জানানl