ইন্ডিয়ান বিল্ডিংস কংগ্রেস আয়োজিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের উপর রাজধানীর প্রজ্ঞা ভবনে এক ন্যাশনাল সেমিনার ও এক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 18 July.ইন্ডিয়ান বিল্ডিংস কংগ্রেস আয়োজিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের উপর রাজধানীর প্রজ্ঞা ভবনে এক ন্যাশনাল সেমিনার ও এক প্রদর্শনী অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে এদিন তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে পরিকাঠামো উন্নয়নের উপর তিন দিন ব্যাপী এই জাতীয় আলোচনা চক্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভারতের এই ছোট্ট রাজ্য ত্রিপুরার তিনদিকে বাংলাদেশ দিয়ে বেষ্টিত। এর গুরুত্ব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উপলব্দি করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সে দিকটি আরও কি ভাবে উন্নত করা যায় এই বিষয় নিশ্চয়ই এই আলোচনায় উঠে আসবে বলে মনে করেন তিনি।