বাদ পড়াদের তালিকা কারণ-সহ প্রকাশ করতে হবে, SIR নিয়ে কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
৬৫ লক্ষ মানুষের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14 Aug. 2025: বিহারে ৬৫ লক্ষ বাতিল ভোটারের নাম প্রকাশে সহমত হয়েছে দেশের নির্বাচন কমিশন।এব্যপারে সুপ্রিম কোর্টে আশ্বস্ত করেছে কমিশন। সর্বোচ্চ আদালতের নির্দেশ আগামী মঙ্গলবারের মধ্যে ওই প্রক্রিয়া সারতে হবে। সাথে আদালত আরও নির্দেশ দিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনের ফলে তালিকা থেকে বাদ পড়েছে এমন ভোটার আধার দেখিয়েই দাবি জানাতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিহারে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। আদালত জানিয়েছে, যেসব ভোটাররা তাঁদের নাম বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ, তাঁরা আধার কার্ড সহ নিজেদের দাবি জানাতে পারবেন। বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, নাম বাদ পড়া ভোটারদের তালিকা ও বাদ পড়ার কারণ সংবাদপত্র, রেডিও ও টিভির মাধ্যমে সর্বত্র প্রচার করতে হবে।
শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছে, আপনারা মৃত, অন্যত্র স্থানান্তরিত বা অন্য কেন্দ্রে চলে যাওয়া ভোটারদের নাম প্রকাশ্যে আনতে পারবেন না কেন? আদালত আরও বলেছে, এই নামগুলো ওয়েবসাইট বা নোটিস বোর্ডে দেওয়া যেতে পারে। ক্ষুব্ধ ভোটাররা ৩০ দিনের মধ্যে সংশোধনের আবেদন করতে পারবেন।
