সুরমার আশিস দাস ও তার ভাইয়ের হত্যাকান্ডের প্রতিবাদে ধলাই জেলা পুলিশ সুপারের দারস্থ হতে এসেছিল পরিবারের লোকজন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 4th Oct. 2025: সুরমার আশিস দাস ও তার ভাইয়ের হত্যাকান্ডের প্রতিবাদে ধলাই জেলা পুলিশ সুপারের দারস্থ হতে এসেছিল পরিবারের লোকজন। কিন্তু পুলিশের সহযোগিতা না পেয়ে দুর্ভোগের শিকার হয় আশীষ দাসের পরিবার। এরই প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে আমবাসা ধাহুলিয়া এলাকায় আমবাসা – কমলপুর সড়ক অবরোধ করে তারা।পরিবারের অভিযোগ, দীর্ঘ দিন পেরিয়ে গেলেও দুই ছেলের হত্যাকান্ডের মূল অভিযুক্তকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। এক্ষেত্রে প্রশাসনের নীরবতা এবং তদন্তে গড়িমসি নিয়ে প্রশ্ন তুলছে মৃতদের পরিবার পরিজন। এব্যাপারে আশিস দাসের মা জানান, আমার দুই ছেলেকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমরা এর ন্যায়বিচার চাই। পুলিশ জানে কে করেছে, তবুও কিছু করছে না। উল্টো তাদের বাড়িতে হামলা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
