ত্রিপুরা এপেক্স ফিশারি কোপারেটিভ সোসাইটি বিজয়া দশমী উপলক্ষে আগরতলার মহারাজগঞ্জ বাজারে একটি কাউন্টার খোলা হয়েছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 1st Oct. 2025: বৃহস্পতিবার বিজয়া দশমী। বিজয়া দশমী মানেই বাঙালির ভোরিভুজ, আরও কত কি। তাই এই বিষয়টি সামনে রেখে ত্রিপুরা এপেক্স ফিশারি কোপারেটিভ সোসাইটির পক্ষ থেকে বিজয়া দশমী উপলক্ষে আগরতলার মহারাজগঞ্জ বাজারে একটি কাউন্টার খোলা হয়েছে। এই কাউন্টার থেকে আগামীকাল তথা বৃহস্পতিবার স্বল্প মূল্যে ইলিশ, কাতলা সহ বিভিন্ন রকমের মাছ পাওয়া যাবে। বুধবার এবিষয়ে এপেক্স সোসাইটির এক্সিকিউটিভ অফিসার জানান, প্রথমে ত্রিপুরা এপেক্স ফিশারি কোপারেটিভ সোসাইটির পক্ষ থেকে রাজ্যবাসিকে বিজয়া দশমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। প্রতি বছরই আমরা বিজয়া দশমী উপলক্ষ্যে আমরা মাছ বিক্রি করি। এবারও আমরা মাছ বিক্রি করব। ডুম্বুরের মাছ রুই ও কাতল পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন সাইজের ইলিশ মাছ সহ বিভিন্ন মাছও থাকবে বলে তিনি জানান।
