রাজীব পুত্র রাহুল বলে কথা। বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন তিনি। সোমবার কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান রায়বরেলিতে। এদিন পঞ্চম দফা লোকসভা নির্বাচনে রায়বরেলিতে ভাগ্য পরীক্ষা চলে সোনিয়া পুত্র রাহুল গান্ধীর। পরিস্থিতি পর্যবেক্ষণে সকালেই দিল্লি থেকে রায়বরেলি পৌঁছে যান রাহুল। সেখানেই তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম স্লোগান’ দিল বিজেপি সমর্থকরা। এই ঘটনায় রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হল ভোট কেন্দ্রের সামনে।সোমবার সকালে দিল্লি থেকে বিমানে লখনউ পৌঁছন রাহুল গান্ধী। সেখান থেকে গাড়িতে করে প্রথমে তিনি যান পিপলেশ্বরে হনুমান মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর রায়বরেলির ভোট কেন্দ্র পরিদর্শনে বের হন রাহুল। প্রথমে বাছরাওয়ান বিধানসভা এলাকায় গিয়ে সেখানকার একাধিক ভোট কেন্দ্রে ঘুরেন ওয়ানড়ের বিদায়ী সাংসদ। সেখান থেকে তিনি যান হরচাঁদপুর বিধানসভা এলাকায়। অভিযোগ, সেখানেই পোলিং বুথের কাছে কংগ্রেসের পোলিং এজেন্টের সঙ্গে দেখা করেন তিনি। সেখানেই তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম স্লোগান’ দিতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। এই ঘটনায় ক্ষুব্ধ হতে দেখা যায় স্থানীয় কংগ্রেস কর্মীদের। যদিও এই ঘটনাকে খুব একটা আমল দেননি রাহুল গান্ধী। অল্প কিছু সময় সেখানে কাটিয়ে তিনি রওনা দেন পরবর্তী গন্তব্যের উদ্দেশে।
রাজীব পুত্র রাহুল বলে কথা। বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন তিনি
Date: