ত্রিপুরা রাজ্যে আরো উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে এইমস দিল্লীর সাথে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 15th Oct. 2025: ত্রিপুরা রাজ্যে আরো উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে এইমস দিল্লীর সাথে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। আজ একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা এবং রাজ্যের জনগণকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে বুধবার ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে এর মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নয়াদিল্লীর ত্রিপুরা ভবনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর কার্য্যক্রমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান , রাজ্যের মেডিকেল কলেজ সহ রাজ্য ও জেলা স্তরের হাসপাতাল গুলিকে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা এবং সুপার স্পেশালিটি পরিষেবার উৎকর্ষ কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর আমাদের জন্য গর্বের বিষয়। রাজ্য সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি পন্থ হাসপাতালকে আধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন একটি মেডিকেল হাবে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে, যা নয়া দিল্লির এইমসের মডেলে গড়ে তোলা হবে।ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর ও AIIMS, নয়া দিল্লির মধ্যে এই সহযোগিতা রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিষেবার গুণমান ও পরিসর উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন l
