আগামী 19 এপ্রিল রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে l আর এই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলে দল বদলের পালা অব্যাহত রয়েছে l প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে হচ্ছে দল বদল lএরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর বিজেপি প্রদেশ কার্যালয়ে ৪২ পরিবারের ২০৭ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। নবাগতাদের দলে বরণ করে নেন দলের নেতৃত্বরা l যোগদানের বিষয়ে দলের নেতৃত্ব জানান, বিভিন্ন মণ্ডল থেকে 42 পরিবারের 207 জন ভোটার বিজেপি দলে যোগ দিয়েছেন l এদের মধ্যে অনেকে তৃণমূল কংগ্রেস থেকেও এসেছেন l তারা বিজেপির হয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন l তারা পুনরায় মোদী সরকারকে চাই বলে নবাগতরা আশা ব্যক্ত করেন l
রাজধানীর বিজেপি প্রদেশ কার্যালয়ে ৪২ পরিবারের ২০৭ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন।

Leave a Comment