এবার আইনি বিপাকে অভিনেতা অক্ষয় কুমার

prasenjit
1 Min Read

এবার আইনি বিপাকে অভিনেতা অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি অভিনীত ‘জলি এলএলবি ৩’ নিয়ে । এমনটাই খবর। ছবির বিরুদ্ধে আজমেঢ় আদালতের দ্বারস্থ হয়েছেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। তাঁর অভিযোগ, ছবিতে বিচারপতি এবং আইনজীবীদের খুবই খাটো করে দেখানো হয়েছে।২০১৩ সালে মুক্তি পায় আরসাদ ওয়ারসি অভিনীত ছবি ‘জলি এলএলবি’। ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপরই অক্ষয় কুমারকে সঙ্গে নিয়ে ২০১৭ সালে মুক্তি পেল ‘জলি এলএলবি ২’। সেই ছবিও প্রশংসিত হয়। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলিএলএলবি ৩’ ছবির শুটিং। ছবির গল্পে মুখোমুখি সংঘর্ষ বাঁধবে দুই জলির মধ্যে। বিচারপতি চরিত্রে সৌরভ শুক্লাকেই দেখা যাবে বলে খবর।এই ছবির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন চন্দ্রভান সিং রাঠোর। আগের দুই ছবি দেখার পরই এই মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রযোজক, পরিচালকের পাশাপাশি অভিনেতাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তাঁর।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *