কলকাতা নাইট রাইডার্সে একইসঙ্গে নস্ট্যালজিয়া ও আবেগের ফল্গুধারা গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনে । সেই সুর ধরা পড়ল ভক্তদের সঙ্গে গম্ভীরের আলাপচারিতার সময়ে। এক ভক্ত কলকাতা নাইট রাইডার্সের মেন্টরকে উদ্দেশ্য করে গান ধরলেন, ”তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না।”গম্ভীর ছোঁয়ায় বদলে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। প্লে অফের দরজা প্রায় খুলেই ফেলেছে নাইটরা। শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম মুম্বই। তার আগে গম্ভীরের প্রতি ভক্তদের আর্তি, ”আমাদের আর ছেড়ে যাবেন না।” বিশ্বজয়ীর মুকুট পরে গৌতম গম্ভীর এই শহরে এসেছিলেন ক্রিকেটের ভাগ্যান্বেষণে। এই শহর তাঁকে খালি হাতে ফেরায়নি। যে শহর নিজের সৌরভের কীর্তির শরিক হতে পারেনি, সেই শহর হৃদয় উপুড় করে দিয়েছে সেই গম্ভীরকে। নাইট অধিনায়ক হিসেবে গম্ভীর দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন কলকাতাকে। দিল্লি ছেড়ে কলকাতা হয়ে গিয়েছে গম্ভীরের হৃদয়ের রাজধানী।
গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনে । সেই সুর ধরা পড়ল ভক্তদের সঙ্গে গম্ভীরের আলাপচারিতার সময়ে।
Date: