ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের যাত্রা কি শেষ? সেরকমটাই ইঙ্গিত মিলেছে বিসিসিআইয়ের তরফে। কারণ টি-২০ বিশ্বকাপের পরেই জাতীয় দলের জন্য কোচ খুঁজতে বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবছে বোর্ড। তবে সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, চাইলে কোচের পদে আবেদন করতে পারেন দ্রাবিড় নিজেও।আগামী জুন মাসে জাতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। ওই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপও। যদিও দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেই দ্রাবিড় ও অন্যান্য কোচিং স্টাফদের মেয়াদ ফুরিয়েছিল। সেই সময় এক্সটেনশন করা হয় সমস্ত কোচের মেয়াদ। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখা হয় তাঁদের।তবে বিশ্বকাপ অভিযান শুরুর আগেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিল বিসিসিআই।
ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের যাত্রা কি শেষ?
Date: