রাহুলের দাবি, এই প্রথম বার নির্বাচন চলাকালীন শেয়ার বাজার নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। কেন এ রকম করলেন তাঁরা?
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন ভোটপ্রচার চলাকালীন বিনিয়োগকারীদের শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন? শুক্রবার এই প্রশ্নই তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ৪ জুন, মঙ্গলবার লোকসভা ভোটের ফলঘোষণার দিন শেয়ার বাজার ধসে পড়া নিয়ে তিনি পরোক্ষে আঙুল তুলেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেই। এই নিয়ে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র তদন্তও দাবি করেছেন। জানিয়েছেন, শেয়ার বাজারের ভরাডুবির নেপথ্যে বড় হাত রয়েছে। ইতিহাসের অন্যতম বড় দুর্নীতি বলেও দাবি করেছেন রাহুল।