কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার সঙ্গে জড়িত চার জঙ্গির স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি। এবার সামনে এল চার জঙ্গির ছবি।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার সঙ্গে জড়িত চার জঙ্গির স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি। এবার সামনে এল চার জঙ্গির ছবি। গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, মঙ্গলবার পহেলগামে ২৬ জন পর্যটককে গুলি করে খুন করেছে এই জঙ্গিরাই। ছবি প্রকাশ্যে আসা চার জঙ্গি লস্করের সদস্য বলে জানা গেছে। এদের মধ্যে দু’জন পাক নাগরিক বলেও খবর। এই চার জঙ্গি হল— আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা। মঙ্গলবার দুপুরে গোটা দেশ শিউরে ওঠে পহেলগামের রিসর্টে জঙ্গি হামলার খবরে। বুধবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি শ্রদ্ধা জানান প্রয়াতদের প্রতি।