নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দাবি করল কেন্দ্র। মোদি সরকারের দাবি, নির্বাচন কমিশনারদের নিয়োগ আইন মেনেই হয়েছে। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার কোনও অবকাশ নেই।নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই কেন্দ্রের জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র জানাল, মামলাকারীরা ভিত্তিহীন যুক্তি খাঁড়া করে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছেন। নির্বাচন কমিশনার নিয়োগে কোনও অস্বচ্ছতা নেই। তাছাড়া নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের যোগ্যতা নিয়েও কোনও প্রশ্ন করা হয়নি। তাই এই মামলাগুলি ভিত্তিহীন। কেন্দ্রের এই হলফনামার ভিত্তিতে আগামী বৃহস্পতিবার শুনানি হবে সুপ্রিম কোর্টে।