রাজ্যে বড় বড় হাসপাতাল গুলোর পাশাপাশি পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চিকিৎসা পরিষেবাকে গ্রামীণ এলাকায় সহজলভ্য করে তুলতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর প্রতি নজর দিচ্ছে বর্তমান রাজ্য সরকার।
“সরকারের একটাই লক্ষ্য গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে জন সাধারণকে উন্নতমানের চিকিৎসা প্রদান করা।”
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে বড় বড় হাসপাতাল গুলোর পাশাপাশি পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চিকিৎসা পরিষেবাকে গ্রামীণ এলাকায় সহজলভ্য করে তুলতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর প্রতি নজর দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। সরকারের একটাই লক্ষ্য গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে জন সাধারণকে উন্নতমানের চিকিৎসা প্রদান করা। সেই লক্ষ্যেই কাজ করে চলেছে সরকার। সেই মোতাবেক বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গান্ধিগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন।পরিদর্শন কালে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলেন ও সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা পরিষেবা সম্পর্কে খবরা-খবর নেন।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, গান্ধিগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অনেক জিনিস দেখতে পেলাম।যে জায়গা গুলো গ্যাপ আছে, সেই জায়গা গুলো পূরণের জন্য আমি স্বাস্থ্য সচিবকে বলেছি। কি কি খামতি আছে, সেগুলো যাতে তিনি অবশ্যই দেখেন। পুরো বিষয়টিই আমি দেখেছি বলে তিনি জানান l
এদিন তিনি রাজধানীর আগরতলা স্মার্ট সিটি লিমিটেড অফিসটিও পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি যে সমস্ত প্রজেক্ট গুলোর কাজ চলছে সেই বিষয়ে খোঁজ খবর নেন।সমস্ত কিছু ঘুরে দেখেন তিনি।