নির্বাচনী বন্ড ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের তোপের মুখে এসবিআই।

prasenjit
1 Min Read

নির্বাচনী বন্ড ইস্যুতে ফের সুপ্রিম কোর্টের তোপের মুখে এসবিআই। বার কয়েক নির্দেশ দেওয়া সত্ত্বেও সমস্ত তথ্য প্রকাশ করছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। তাই এবার সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত l আগামী বৃহস্পতিবারের মধ্যেই বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে এসবিআইকে।
নির্বাচনী বন্ড নিয়ে অসম্পূর্ণ তথ্য দিয়েছে এসবিআই , এই মর্মে একটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। সেখানেই চন্দ্রচূড় সাফ জানিয়ে দেন, “এসবিআইয়ের কাছে ইলেকটোরাল বন্ড সংক্রান্ত যা তথ্য রয়েছে সেটা পুরোটাই প্রকাশ করতে হবে। ব্যাঙ্ক যেভাবে তথ্য প্রকাশ করছে, সেই আচরণও খুবই আপত্তিকর। তারা ভাবছে শীর্ষ আদালত যে কয়েকটা তথ্যের বিষয়ে উল্লেখ করছে সেটুকুই প্রকাশ করতে হবে। সমস্ত তথ্য যখন চাওয়া হয়েছে তাহলে সম্পূর্ণ তথ্যই দিতে হবে এসবিআইকে। কোনও তথ্যই যেন গোপনে না থাকে।”রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আচরণে ক্ষুব্ধ হয়ে তথ্য প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছ শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার, ২১ শে মার্চ বিকেল পাঁচটার মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে এসবিআইকে। সেই সঙ্গে জমা দিতে হবে বিশেষ হলফনামা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *