রবিবার আগরতলায় কৃষক ভবনে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার আগরতলায় কৃষক ভবনে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে অনুষ্ঠানের সূচনা হয়। ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সম্মেলন মধ্যবর্তী সাংগঠনিক পর্যালোচনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারl এছাড়াও ছিলেন সারা ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পিল্লু বিলা স্ট্যানলি এবং সর্বভারতীয় কমিটির সহ-সভাপতি ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস। পাশাপাশি মৎস্যজীবী ইউনিয়ন এবং পলিট ব্যুরোর সদস্যরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংগঠনিক বিভিন্ন বিষয়ের পাশাপশি দেশ তথা রাজ্যের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করেন বক্তারা।