অপারেশন সিঁদুর’-এর সাফল্যে বুধবার রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে এক বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয় বিজেপি দলের তরফে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় বীর সেনা বাহিনী অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপারেশন সিঁদুর’-এর অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। অপারেশন সিঁদুর’-এর সাফল্যে বুধবার রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে এক বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয় বিজেপি দলের তরফে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, সমাজ কল্যান ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক রতন চক্রবর্তী ও দলের মুখ্য,প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন সমাজের সকল অংশের মানুষ এই রেলিতে অংশ নেন। রেলিতে উপস্থিত মুখ্যমন্ত্রী বলেন, গত ২২শে এপ্রিল পহেলগামে যেভাবে আমাদের নিরীহ পর্যটকদের পাক মদত পুষ্ট জঙ্গিরা হত্যা করেছে , সেটাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় বীর সেনারা অপারেশন সিঁদুর’-এর সফল রুপ দিয়েছে। সেই বীর সেনাদের শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য ভিত্তিক রেলি করা হয় বলে তিনি জানান। এদিন রেলিতে জন সাধারনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। রেলি নয়, এযেন একাত্ম ও সুভ্রাতৃত্ব এর প্রতীক l সকলে যেন এখানে মিলে মিশে একাকার হয়ে গেছে l