মোদি সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 15 Jun.এই কর্মসূচি গুলির মধ্যে প্রধান হল বিকশিত ভারত সংকল্প যাত্রা।বিভিন্ন জেলায় নরেন্দ্র মোদির সরকারের যে জনকল্যাণমুখী কাজ গুলো সম্পন্ন হয়েছে তা সাধারণ মানুষের সামনে তোলে ধরা এই সভার মাধ্যমে । এরই অঙ্গ হিসাবে রবিবার বনমালীপুর মন্ডলের উদ্যোগে ধলেশ্বর কামিনি কুমার স্কুলে বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয় ।।। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, সদর আরবান সভাপতি অসিম ভট্টাচার্য সহ অন্যান্নরা।। উপস্থিত অথি
তিরা বিকশিত ভারত সংকল্প অভিযান নিয়ে আলোচনা করেন l