পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সংবাদিক সম্মেলন করল টি আর বি টি ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 13 Jun.পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সংবাদিক সম্মেলন করল টি আর বি টি । শিক্ষকতার কাজের প্রত্যাশী শিক্ষকের কাজের আচার আচরণ যে ধরনের হয়, নিয়ম মেনে চলা একজন শিক্ষকের কাছে এটা গুরুত্বপূর্ণ কর্তব্যের মধ্যে পড়ে। তাই আপনারা নিয়ম মেনে চলুন। আমাদের নির্দেশনায় যে নিয়মাবলী ছিল, সেই নিয়মাবলীকে আপনারা মান্যতা দিন। আপনারা যে অভিযোগ জানিয়েছেন, আমরা এগুলোকে সাবজেক্ট বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছি। সাবজেক্ট বিশেষজ্ঞ যেগুলোকে গ্রহন করার সেগুলোকে গ্রহন করেছেন। আর যে গুলো গ্রহন করার নয়, সে গুলো গ্রহন করেননি। এরপরেও যদি আপনাদের কোন অভিযোগ থাকে, তাহলে আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন টি আর বি টির চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেব।শুক্রবার বিকেলে সিভিল সেক্রেটারিয়েটের কনফারেন্স হলে টি আর বি টির তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টি আর বি টির কর্মকর্তারা।