গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 13 Jun.বৃহস্পতিবার দুপুরে গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। ঘটনার কিছু সময় পরই তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসপাতালের বিছানায় শুয়েই প্রধানমন্ত্রীকে আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার। তিনি বলেন, উড়ানের ঠিক ৩০ সেকেন্ড পরই সব শেষ। জানা গিয়েছে, ৪৫ বছর বয়সি বিশ্বাস কুমার ১১এ সিটটিতে বসেছিলেন। যাত্রী ও ক্রু মেম্বার মিলিয়ে মোট ২৪২ জনের মধ্যে সম্ভবত তিনিই একমাত্র জীবিত। এই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর সহযাত্রী তথা ভাই অজয় কুমার রমেশের। তিনি বসেছিলেন অন্য রোয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেঁটে হেঁটেই ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে বেরিয়ে আসছেন তিনি। তিনি জানান, “টেক অফের ঠিক ৩০ সেকেন্ড পরই বিকট শব্দ শুনতে পেলাম। তারপরই বিমানটা ভেঙে পড়ল। এরপর কিভাবে তিনি কিভাবে সেখান থেকে বেরিয়ে এলেন কিছুই বলতে পারেন না l