আসন্ন ঐতিহ্যবাহী খারচি পুজা ও মেলা। চতুর্দশ দেবতা মন্দিরে খারর্চি পুজা উপলক্ষে সাতদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 19 Jun.আসন্ন ঐতিহ্যবাহী খারচি পুজা ও মেলা। চতুর্দশ দেবতা মন্দিরে খারর্চি পুজা উপলক্ষে সাতদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। তাই পুরাতন আগরতলা চতুর্দশ দেবতার বাড়িতে চলছে জোর প্রস্তুতি। বৃহস্পতিবার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে চতুর্দশ দেবতা মন্দিরে যান পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি এদিন পুজা এবং মেলা প্রাঙ্গণের প্রাক প্রস্তুতি দেখেন এবং পুরোহিত থেকে শুরু করে বিভিন্ন কাজে নিযুক্ত শ্রমিকদের সাথে এবং অন্যান্যদের সাথে কথা বলেন। জানার চেষ্টা করেন কোথাও কোন কিছুর সমস্যা রয়েছে কি না। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে আগামী তেসরা জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খারচি পূজা। একে কেন্দ্র করে কাজ শুরু হয়েছে। আরও কাজ শুরুর অপেক্ষায়। বিভিন্ন দফতর তাদের কাজ গুছিয়ে নিচ্ছে। এই খারচি পুজা এবং মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পাশাপাশি নেশার বিরুদ্ধেও অভিযান চলছে এবং তা জারি থাকবে। তিনি আশা প্রকাশ করেন বর্ষায় যদি ছন্দ পতন না হয় তবে প্রচুর লোক সমাগম হবে এই উৎসবে।